ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

খুলনা: খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তার (৫৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের আ‌বা‌সিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাতক্ষীরার তালা থেকে দুপুর ১টা ৫০ মিনিটে সাত্তার খুমেক হাসপাতালে ভর্তি হন। বিকেল ৩টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে খুলনায় মোট ২১ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।