ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালের জন্য এসিড টেস্ট যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
বরিশালের জন্য এসিড টেস্ট যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

বরিশাল: বরিশালে স্টেডিয়াম প্রতিষ্ঠার ৫৩ বছর পর প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।  আর এই ম্যাচকে বলা হচ্ছে ‘বরিশাল স্টেডিয়ামের জন্য এসিড টেস্ট’। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ম্যাচের বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, আগামী শনিবার (২৬ অক্টোবর) বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টোডিয়ামে চারদিনের যুব আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে শ্রীলঙ্কা ও বাংলাদেশ এর অনুর্ধ-১৯ ক্রিকেট দল বরিশালে অবস্থান করছে।

জেলা প্রশাসক অজিয়র রহমান বলেন, বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম একটি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম হলেও এ মাঠে এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। তাই বাংলাদেশ-শ্রীলঙ্কার যুব আন্তর্জাতিক এ ম্যাচটি বরিশালের জন্য এসিড টেস্টের মতো, এ ম্যাচের মধ্যদিয়েই আমরা বরিশালে আরো বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে সক্ষম হবে। এতে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।  

তিনি বলেন, আন্তর্জাতিক এ ম্যাচ আয়োজনের জন্য বিসিবি ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। আমরা এরই মধ্যে দু’টি ড্রেসিং রুম, আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের রুম সংস্কার ও এসি স্থানসহ আউটফিল্ড এবং পিচ যথাযথভাবে প্রস্তুত করেছি।  

‘ম্যাচ চলাকালীন সময়ে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, একটি অ্যাম্বুলেন্স, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ভিআইপি কেবিন রিজার্ভ রাখা, একটি মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের একটি টিমের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ’

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সকাল ৯ টায় খেলার উদ্বোধন করা হবে। সেখানে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর হোসেন আলো প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে।  

এরপর সকাল সাড়ে ৯ টায় বল মাঠে গড়াবে। ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া চারদিনের ম্যাচ (যুব টেস্ট) শেষ হবে ২৯ অক্টোবর। আর খেলা দেখতে গ্যালারিতে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি লাগবে না।  

সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আলমগীর খান আলো, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার, বিসিবির সিনিয়র সিকিউরিটি কো অর্ডিনেটর শামীম কালাম আজাদ ও সিকিউরিটি কর্মকর্তা মো. আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।