ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মার্কেট তৈরি বন্ধের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মার্কেট তৈরি বন্ধের নির্দেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো

ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দেয়ালঘেঁষে মার্কেট তৈরি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল কবির চৌধুরী স্বাক্ষরিত বৃহস্পতিবারের (২৪ অক্টোবর) এক আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব আঞ্চলিক পরিচালক, বেসরকারি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি, জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার সব উপ-পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।
 
চলতি বছরে জেলা প্রশাসক সম্মেলনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেয়ালঘেঁষে মার্কেট তৈরি বন্ধের জন্য প্রয়োজনীয় আদেশ জারি করতে হবে বলে প্রস্তাব দিয়েছিলেন ঢাকা জেলা প্রশাসক।


 
আদেশে বলা হয়েছে, জেলা প্রশাসক সম্মেলনের কার্যবিবরণীর সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেয়ালঘেঁষে মার্কেট তৈরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
 
এরআগে জেলা প্রশাসক সম্মেলনের এই প্রস্তাব বাস্তবায়নের অগ্রগিত জানতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
 
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।