ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নেপালের ২০ জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
নেপালের ২০ জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে বাংলাদেশ

ঢাকা: নেপাল থেকে বিদ্যুৎ আনার লক্ষ্যে সেদেশের ২০টি জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। 

কাঠমান্ডুতে দুই দেশের দ্বিপক্ষীয় এক বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নেপালের কাঠমান্ডু পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাঠমান্ডুতে গত ২২ অক্টোবর বাংলাদেশ-নেপালের বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেপালের ২০টি জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। এসব প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে যাবে।

কাঠমান্ডুতে আয়োজিত ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শরিফা খাতুন। আর নেপাল প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নবরাজ ডাকাল।

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনার লক্ষ্যে ২০১৮ সালের আগস্ট মাসে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
টিআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।