ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ডেইলি সানকে বসুন্ধরা কো-চেয়ারম্যানের শুভেচ্ছা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
ডেইলি সানকে বসুন্ধরা কো-চেয়ারম্যানের শুভেচ্ছা ডেইলি সান কার্যালয়ে বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ইংরেজি দৈনিক ডেইলি সানের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও দশম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের মিডিয়া হাউসে ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সাদাত সোবহান।

এসময় নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম উপস্থিত ছিলেন।

সাদাত সোবহান ডেইলি সানের জন্য শুভকামনা জানান।

ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার পত্রিকাটির প্রধান কার্যালয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা ১১টা থেকে শুরু হওয়ার অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

২০১০ সালের ২৪ অক্টোবর আত্মপ্রকাশ করে ডেইলি সান। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রকাশের অল্পদিনের মধ্যেই ডেইলি সান দেশের অন্যতম জনপ্রিয় দৈনিকে পরিণত হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।