বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোড চৌরাস্তা মোড় থেকে নিউ নুপুর (ফরিদপুর-ব-১১-০০৮৮) পরিবহনের চুরি যাওয়া একটি বাস পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। এ সময় বাসের ভেতর থেকে হাত, পা বাঁধা অবস্থায় হেলপার সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদ্দাম ফরিদপুরের মধুখালি থানার আড়পাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, ফরিদপুর থেকে বেনাপোল রোডে চলাচলকারী বাসটি বুধবার (২৩ অক্টোবর) রাতে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে চুরি হয়। চোরচক্র বাসটি চালিয়ে ফরিদপুর থেকে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে এসে রাস্তা ভুল করে নির্মাণাধীন এলাকায় ঢুকে পড়লে পথ হারিয়ে ফেলে। পরে বাসটি ঘুরিয়ে নেওয়ার সুযোগ না পেয়ে সেখানেই রেখে পালিয়ে যায়।
বাসটির মালিক ফরিদপুর শহরের বাসিন্দা হাজী জয়নাল জানান, সাদ্দাম গত দু’দিন আগে হেলপার হিসেবে কাজ শুরু করে। রাতে সে বাসের ভেতরেই ঘুমাতো।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাঈদুর রহমান বাংলানিউজকে জানান, সকালে বাসটি পরিত্যক্ত অবস্থায় দেখে এলাকাবাসী হাইওয়ে থানায় খবর দেয়। পরে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে বাস ও মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান কাজী সাঈদুর রহমান।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এমআরএ/এসএইচ