জামালপুর: জামালপুরে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুনবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে রৌমারী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রিযাদ রিয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে খাদে পড়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে। আহত হয়েছেন বাসের অন্তত ৩০ যাত্রী।
এদের মধ্যে পাঁচজন গুরুতর আহতাবস্থায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধীন।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।