বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের গোপিনাথপুর ছাগল উন্নয়ন উপ-কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। শফিকুল পৌর এলাকার গোপিনাথপুর গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেলে বাড়ি থেকে ভেন্নাতলা বাজারের দিকে যাচ্ছিলেন শফিকুল। পথে ছাগল উন্নয়ন উপ-কেন্দ্রের সামনে পৌঁছালে রাস্তার পাশে থাকা শতবর্ষী গাছের একটি শুকনা ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
আরবি/