বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল ও দৌদ্দশত এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে কিশোরগঞ্জ-চামটা সড়কের সদর উপজেলার সতাল এলাকায় একটি অটোরিকশাকে পেছন থেকে হাওর বিলাসের একটি বাস চাপা দেয়।
আহত অন্যরা কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন-দীন ইসলাম (৪০), আকাশ (২৭), ওসমান গণি (২৭), মাজেদা (২২) ও খোকন (২৫)।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়েছে।
অপরদিকে, একই সময়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের সদর উপজেলার চৌদ্দশত এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে শ্যামল ছায়া পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে গেলে তিন যাত্রী আহত হন। আহতরা কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এসআরএস