ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
ঢাকা-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ফাইল ছবি

পাবনা: বেনাপোল-ঢাকাগামী ৭৯৫ নম্বর আন্তঃনগর ‘বেনাপোল এক্সপ্রেসে’র একটি বগি লাইনচ্যুত হলে প্রায় ৪ ঘণ্টা পর ঈশ্বরদী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আব্দুর রহিম বাংলানিউজকে জানান, ‘বেনাপোল এক্সপ্রেসে’র একটি বগি লাইনচ্যুত হলে প্রায় ৪ ঘণ্টা পর রাতেই ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। ট্রেনটির ১২টি বগির মধ্যে আটটি বগি নিয়ে ঢাকা উদ্দেশে ছেড়ে গেছে।

ট্রেনের বাকি চারটি বগি উদ্ধার করে ঈশ্বরদী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
 
এর আগে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের অদূরে ছয় নম্বর লাইনের ১৪ নম্বর সিগন্যাল পয়েন্টে ‘বেনাপোল এক্সপ্রেসে’র একটি বগি লাইনচ্যুত হয়।  
  
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আহসান উল্লাহ ভূঁইয়া বাংলানিউজকে জানান, ঈশ্বরদী জংশন স্টেশনের অদূরে বেনাপোল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে খুলনা-ঢাকা রুটে বিকেল থেকে কোনো ট্রেন না থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। তবে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে ট্রেনের বগি উদ্ধার কাজে একটু বিঘ্ন ঘটছে। বর্তমানে ঈশ্বরদী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।