ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে ট্রাকাচাপায় নারীসহ ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
রায়গঞ্জে ট্রাকাচাপায় নারীসহ ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় শিউলী খাতুন (৩০) ও জেল হোসেন (৬৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন ভ্যানযাত্রী। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে উপজেলার সরাই হাজীপুর গ্রামের আব্দুল হামিদ খাঁর মেয়ে শিউলী ও হাসপাতালে নেওয়ার পথে একই উপজেলার লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ খলিপাপাড়া গ্রামের জেল হোসেনের মৃত্যু হয়।

আহতরা হলেন- একই উপজেলার লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ খলিপাপাড়া গ্রামের সাহেদ আলী (৬৩), আব্দুস ছালাম (৩০) ও জুবায়ের (১৫)।  

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহসান হাবিব 
বাংলানিউজকে জানান, যাত্রীবাহী একটি ভ্যানগাড়ি কামারপাড়া ব্রিজ এলাকা থেকে থানা রোডের দিকে যাচ্ছিল। এ সময় বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিউলি খাতুন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চার ভ্যানযাত্রীকে উদ্ধার করে। এদের মধ্যে জেল হোসেন ও সাহেদ আলীকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। পথে জেল হোসেনে মৃত্যু হয়েছে বলে শুনেছি।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।