বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনগত রাত পৌনে ১২টার দিকে বিষয়টি জানাজানি হলে ক্লিনিকে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করে।
তাওহিদের টনসিল অপারেশন করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সাইদুজ্জামান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে টনসিল অপারেশনের জন্য সিরাজুল তার ছেলে তাওহিদকে ডক্টরস ক্লিনিক ইউনিট-২ তে ভর্তি করান। রাত ৮টার দিকে তাকে অপারেশনের জন্য ওটিতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডা. সাইদুজ্জামান ও ডা. নিতাই চন্দ্রকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
কেইউএ/আরবি/