ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
বগুড়ায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

বগুড়া: বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া বাস টার্মিনাল এলাকায় ডক্টরস ক্লিনিক ইউনিট-২ তে টনসিল অপারেশন করতে এসে প্রাণ গেল তাওহিদ হাসান ইয়াকুব (৯) নামে এক শিশুর। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় প্রাণ গেছে তাদের সন্তানের।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনগত রাত পৌনে ১২টার দিকে বিষয়টি জানাজানি হলে ক্লিনিকে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করে।

তাওহিদ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

তাওহিদের টনসিল অপারেশন করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সাইদুজ্জামান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে টনসিল অপারেশনের জন্য সিরাজুল তার ছেলে তাওহিদকে ডক্টরস ক্লিনিক ইউনিট-২ তে ভর্তি করান। রাত ৮টার দিকে তাকে অপারেশনের জন্য ওটিতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডা. সাইদুজ্জামান ও ডা. নিতাই চন্দ্রকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
কেইউএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।