শনিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নজরুল পুষ্টকামুরী গ্রামের রুস্তমের ছেলে।
আহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার অষ্টমী পাল (৫৫), আশুলিয়ার কালিকাপুর শিমুলিয়া গ্রামের নারায়ণ পাল (৩৮) ও দীনেশ পাল (৬৫), মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রামের আলমগীর হোসেন (৩৫) ও দেওহাটা এলাকার আলম মিয়া (৪৫)। আহতরা মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।
দেওহাটা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজা বাংলানিউজকে জানান, দুপুরের দিকে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোরিকশা দেওহাটা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে দেওহাটা আন্ডারপাসের পশ্চিম পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উঠে পড়ে। এসময় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক নজরুলসহ সাত যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় নজরুলের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসআরএস