ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: নজিবুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: নজিবুর রহমান

নরসিংদী: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়নের ক্ষেত্রে যে রোডম্যাপ তৈরি করা হয় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্থানীয় প্রশাসন। কারণ স্থানীয় প্রশাসনের বিভিন্ন মতামতসহ ক্যাবিনেটে সেটি পর্যলোচনার পর বাস্তবায়নের জন্য কাজ করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে পদ্মাসেতুর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজিবুর রহমান বলেন, ড্রিম হলিডে পার্কে পদ্মাসেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

সেটা অবশ্যই ভালো উদ্যোগ। যা দেখে মানুষ বুঝতে পারবে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ চৌধুরী, রমনী গ্রুপেরে ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন ভুইয়া লিটন, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।