শনিবার (২৬ অক্টোবর) বিকেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে পদ্মাসেতুর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজিবুর রহমান বলেন, ড্রিম হলিডে পার্কে পদ্মাসেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ চৌধুরী, রমনী গ্রুপেরে ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন ভুইয়া লিটন, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এনটি