শনিবার (২৬ অক্টোবর) বিকেলে মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামবাসী ও নবদিগন্ত ক্লাব কমলাপুর খালে এ নৌকাবাইচের আয়োজন করে।
নৌকাবাইচ দেখতে কমলাপুর খালের দুই পাড়ে শিশু, নারী-পুরুষসহ লাখো মানুষ উপস্থিত হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আতিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন। অনুষ্ঠানের পরিচালনার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এনটি