শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পাকশী রেলওয়ে দপ্তরের আওতাধীন ঈশ্বরদী বাইপাস-ঢাকা রেলরুটের বঙ্গবন্ধুসেতু (পশ্চিম) স্টেশনে আটটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনে এ অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজেদুল ইসলাম বাবু, জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর শাহিনূল ইসলাম, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু, বরকতউল্লাহ আল-আমিন, ইয়াসির আরাফাত, কামরুল ইসলাম, ইশতিয়াক হোসেন।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, ট্রেনে টিকিট না নিয়ে ভ্রমণের দায়ে ২৫০ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জড়িমানা ৪৯ হাজার ১০ টাকা আদায় করা হয়েছে। এর মধ্যে ভাড়া ৩০ হাজার ও জরিমানা বাবদ ১৯ হাজার ১০ টাকা।
অভিযান চালানো যাত্রীবাহী ট্রেনগুলো হলো- রাজশাহী-ঢাকাগামী ৭৫৪ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটিগামী ৭৬৫ নম্বর নীলসাগর এক্সপ্রেস, ঢাকা থেকে ৭০৫ নম্বর পঞ্চগড় এক্সপ্রেস, পঞ্চগড়-ঢাকাগামী ৭৫৮ নম্বর দ্রুতযান এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী ৭৬৩ নম্বর চিত্রা এক্সপ্রেস, লালমনিরহাট-ঢাকাগামী ৭৫২ নম্বর লালমনি এক্সপ্রেস ও ঢাকা-রাজশাহীগামী ৭৫৩ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসআরএস