শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহমেদ বাংলানিউজকে জানান, রাতে হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইসাইকেল আরোহীকে চাপা দেয়।
নিহতের মাথা থেতলে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেনে।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসআরএস