ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পরিবার কল্যাণ সহকারীদের ১৬তম গ্রেডের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
পরিবার কল্যাণ সহকারীদের ১৬তম গ্রেডের দাবি

ঢাকা: পরিবার কল্যাণ সহকারী পদকে চতুর্থ শ্রেণি ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করে সরকারি ১৬তম গ্রেডের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর শিশু একাডেমিতে আয়োজিত প্রতিনিধি সমাবেশে এ দাবি জানানো হয়। এতে দেশের সহস্রাধিক প্রতিনিধি অংশ নেন।

 

বক্তারা জানান, দেশে মাতৃ মৃত্যুর হার রোধ ও ভ্যাকসিন প্রোগ্রামে পরিবার কল্যাণ সহকারীরা সফলতার সঙ্গে কাজ করলেও তাদের মূল্যায়ন করা হয় না। অথচ তারা নানা প্রতিবন্ধকতার মধ্যে কাজ করেন।

পেনশন থেকে ২০ শতাংশ কেটে নেওয়ায় ক্ষোভ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মহাসচিব হেদায়েত হোসেন বলেন, নিয়োগ বিধি দ্রুত প্রকাশের দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং সংসদ সদস্য শাজাহান খান ও বিশেষ অতিথি ছিলেন শিরিন আক্তার এমপি। এছাড়া সভায় বক্তব্য রাখেন পরিবার কল্যাণ সহকারী সমিতির সভাপতি আমেনা আকতার ও সাধারণ সম্পাদক রাজিয়া খাতুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯ 
এমএএম/কেএসডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।