শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বাকুতে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী।
শ্রদ্ধা নিবেদনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ তার সফরসঙ্গীরা।
জোট-নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলনে যোগ দিতে এখন বাকু সফর করছেন প্রধানমন্ত্রী। সম্মেলনে অংশগ্রহণের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমইউএম/এইচএ/