শনিবার (২৬ অক্টোবর) রাত ৯ টার দিকে খানজাহান আলী থানাধীন মশিয়ালী স্কুল মাঠে তাকে দুর্বৃত্তরা গুলি করে। সোহেল মাহমুদ খানজাহান আলী থানার ফারিয়ার ডাঙ্গা এলাকার শেখ হুমায়ুন কবীরের ছেলে।
খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন জানিয়েছেন, সোহেল মাহমুদ খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় রাত ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার শরীর থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি শংকামুক্ত আছেন।
খানজাহান আলী থানার ডিইটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আমরা কিছুক্ষণ আগে জানতে পরেছি। ঘটনাস্থলে পুলিশে রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘন্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমআরএম/এসআইএস