শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে কড্ডা এলাকার পাওয়ার প্ল্যান্টের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লেবু মিয়া বাংলানিউজকে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কড্ডা এলাকার পাওয়ার প্ল্যান্টের পাশ থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩২ বছর। যুবকটির পরনে ছাই রঙের টিশার্ট ও কালো রঙের প্যান্ট রয়েছে। তার গলায় ও বুকে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ রেখে পালিয়ে গেছে।
এসআই লেবু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এমআরএ/এসআইএস