শনিবার (২৬ অক্টোবর) বিকেলে পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশ লাইন ফুটবল মাঠে ম্যাচটি আয়োজন করা হয়।
প্রতিদ্বন্দীতাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচটিতে সাংবাদিক-পুলিশ দুই পক্ষই সমানতালে লড়াই করে।
খেলা শেষে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, হাতিয়া সার্কেলের পুলিশ সুপার ওমর ফারুক, জেলা ডিবির পুলিশ পরিদর্শক কামরুজ্জামান শিকদার।
এছাড়াও নোয়াখালী জেলায় কর্মরত সকল সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এদিন বিভিন্ন স্থানে র্যালি, সচেতনতা মাইকিং, আলোচনাসভা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন।
বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এমআরএ/এসআইএস