শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী ওয়াসিম আকরাম ধামরাইয়ের সাওরাইল গ্রামের আব্দুল খালেকের ছেলে।
ঢাকা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাংলানিউজকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওয়াসিম আকরামকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭ ২০১৯
এসএফ/পিএস/এসআইএস