ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
আশুলিয়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ইয়াবা

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় ৮০০ পিস ইয়াবাসহ ওয়াসিম আকরাম (২৯) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী ওয়াসিম আকরাম ধামরাইয়ের সাওরাইল গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ধামরাই ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করায় এই মাদক ব্যবসায়ীর নামে ধামরাই থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।


ঢাকা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাংলানিউজকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে  ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওয়াসিম আকরামকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭ ২০১৯ 
এসএফ/পিএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।