ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে মোটরসাইকেল চালকদের হেলমেট দিলেন মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
নড়াইলে মোটরসাইকেল চালকদের হেলমেট দিলেন মাশরাফি হেলমেট বিতরণকালে মাশরাফি বিন মর্তুজা। ছবি: বাংলানিউজ

নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বাড়াতে মোটরসাইকেলচালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

রোববার ( ২৭ অক্টোবর) সকালে নড়াইল সদর থানার সামনের সড়কে চলাচলরত মোটরসাইকেলচালকদের মধ্যে পাঁচশ হেলমেট বিতরণ করা হয়।

এসময় জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, পাঠাও’র কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, অ্যাপভিত্তিক বাইক রাইড শেয়ারিং পাঠাও’র পক্ষ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজার অনুরোধে পাঁচশ হেলমেট বিতরণ করা হয়। পরে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।