রোববার (২৭ অক্টোবর) সকালে উপজেলার চতুরগাঁ এ দুর্ঘটনা ঘটে।
সুনীল রায় উপজেলার গুনবহা ইউনিয়নের বাবুয়ান গ্রামের মৃত মনিন্দ্র নাথ রায়ের ছেলে।
স্থানীয়রা জানায়, চতুরগাঁ গ্রামে মৃত এক আত্মীয়ের বাড়ি থেকে সাইকেলে বোয়ালমারীতে ফিরছিলেন সুনীল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত সুনীল রায়কে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল রহমান বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এনটি