ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় সহিংসতা: কাজ শুরু করেছে পুলিশের তদন্ত দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
ভোলায় সহিংসতা: কাজ শুরু করেছে পুলিশের তদন্ত দল

ভোলা: ভোলার বোরহানউদ্দিনে সহিংসতার ঘটনায় গঠিত পুলিশের তদন্ত দল তাদের কাজ শুরু করেছে।

রোববার (২৭ অক্টোকর) ঘটনাস্থলে গিয়ে পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দল তদন্ত কাজ শুরু করে।

ভোলার পুলিশ সুপার সরকার কায়সার বাংলানিউজকে বলেন, গত ২০ অক্টোবর বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটিতে রয়েছেন- পিবিআই’র পুলিশ সুপার মিজানুর রহমান, পুলিশ হেড কোয়াটারের মোরশেদ আলম, এসবির হাফিজ শাহিন ও ভোলার অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ। তদন্ত দল আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

সহিংসতার ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি জেলা প্রশাসন ও অপরটি পুলিশ প্রশাসন। ইতোমধ্যে জেলা প্রশাসনের তদন্ত দল তাদের প্রতিবেদন জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।