ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রাম বোট ক্লাবের বার্ষিক সাধারণ সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
চট্টগ্রাম বোট ক্লাবের বার্ষিক সাধারণ সভা চট্টগ্রাম বোট ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

ঢাকা: বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত চট্টগ্রাম বোট ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (২৬ অক্টোবর) সিবিসি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোট ক্লাবের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে বোট ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ও সাব কমিটির সদস্য এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় গত এক বছরে পরিচালিত চট্টগ্রাম বোট ক্লাবের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয় এবং ভবিষ্যত কর্মপরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে ক্লাবের সভাপতি ও নৌবাহিনী প্রধান এবং প্রেসিডেন্ট বিএনএফডব্লিউএ ক্লাবে নবনির্মিত একটি থ্রিডি সিনেপ্লেক্স, বারবিকিউ পয়েন্ট ও কিডস জোন উদ্বোধন করেন। পরে স্ব স্ত্রীক নৌপ্রধান বোট ক্লাবে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।