সোমবার (২৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার (২৬ অক্টোবর) সিবিসি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গত এক বছরে পরিচালিত চট্টগ্রাম বোট ক্লাবের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয় এবং ভবিষ্যত কর্মপরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে ক্লাবের সভাপতি ও নৌবাহিনী প্রধান এবং প্রেসিডেন্ট বিএনএফডব্লিউএ ক্লাবে নবনির্মিত একটি থ্রিডি সিনেপ্লেক্স, বারবিকিউ পয়েন্ট ও কিডস জোন উদ্বোধন করেন। পরে স্ব স্ত্রীক নৌপ্রধান বোট ক্লাবে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরআইএস/