ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ছিনতাই চক্রের ৫ সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
খুলনায় ছিনতাই চক্রের ৫ সদস্য আটক পুলিশ হেফাজতে মোবাইল ছিনতাই চক্রের ৫ সদস্য। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় মোবাইল ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

রোববার (২৭ অক্টোবর) রাতে মহানগরের নিরালা সিটি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে তাদের আটক করা হয়।  

আটকরা পাঁচজন হলেন- হাসানুল হক স্বাধীন, জি এম শাহনেওয়াজ বাশার শুভ, ফারুক শেখ, আজগর হোসেন ও আবু তালহা।

আটকরা নিরালা প্রান্তিক আবাসিক এলাকার বিভিন্ন বাড়িতে ভাড়া থাকতেন।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দাশ বাংলানিউজকে জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে করে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রীদের মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে এ চক্রের প্রধান স্বাধীনসহ পাঁচ জনকে আটক করা হয়। পরে রাত ভর অভিযান চালিয়ে ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বাংলানিউজকে জানান, মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় এস আই সুকান্ত দাস বাদী হয়ে মোবাইল ছিনতাই চক্রের পাঁচ সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।