সোমবার (২৮ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
পেঁয়াজের হালি ১০ টাকা, দাম বৃদ্ধি নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ রয়েছে- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ইমপোর্ট হচ্ছে।
প্রায় এক মাসের বেশি সময় ধরে দেশের বাজারে পেঁয়াজের কেজি একশ’ টাকা ছাড়িয়েছে। সিন্ডিকেটের কারণে পেঁয়াজের দাম আরো বাড়ছে বলে ভোক্তাদের দাবি। বাণিজ্য মন্ত্রণালয়ও বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে, কমে যাবে শিগগিরই।
এদিকে বাণিজ্যমন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজের দাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দু’একদিনের মধ্যে বড় আমদানি চালান দেশে পৌঁছালে পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে।
এতে বলা হয়, বাজারে প্রচুর পেঁয়াজ রয়েছে, প্রতিদিন আমদানি করা পেঁয়াজ আসছে। পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে বাণিজ্যমন্ত্রণালয় বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে। দাম কম ও সহজ পরিবহনের কারণে ভারত থেকে প্রয়োজনীয় পেঁয়াজ আমদানি করা হয়। ভারতের মহারাষ্ট্র ও অন্য এলাকায় বন্যার কারণে পেঁয়াজের ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কিছুদিন আগে রপ্তানির ক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত প্রতি মেট্রিক টন পেঁয়াজের মিনিমাম এক্সপোর্ট প্রাইজ (এমইপি) নির্ধারণ করে দেয়।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমআইএইচ/জেডএস