ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ’ আইন অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ’ আইন অনুমোদন মোহাম্মদ শফিউল আলম

ঢাকা: গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, আইন ২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৮ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের পর মোটামুটি একই রকম রয়েছে। চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মতো করে এ আইন করা হয়েছে। তেমন বড় পরিবর্তন নেই।

একজন চেয়ারম্যান, চারজন সার্বক্ষণিক সদস্য, গাজীপুর জেলা প্রশাসক, বুয়েটের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান, গণপূর্ত, ভূমি, পরিবেশ এবং বিমান মন্ত্রণালয়ের একজন করে উপ-সচিব, গণপূর্ত অধিদপ্তরের একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পুলিশ কমিশনারে একজন প্রতিনিধি, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা, গাজীপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সরকার মনোনীত ওই এলাকার একজন নারীসহ তিনজন বিশিষ্ট নাগরিক এবং গাজীপুর শিল্প ও বণিক সমিতির একজন প্রতিনিধি এবং উন্নয়ন কর্তৃপক্ষের সচিবসহ ২২ জন মিলে বোর্ড গঠিত হবে।  মনোনীতরা তিন বছরের মেয়াদে নিযুক্ত হবেন।

কর্তৃপক্ষের বিভিন্ন কাজের মধ্যে মূল কাজ হলো মহাপরিকল্পনা প্রণয়ন ও বিভিন্ন আবাসনের জন্য পরিকল্পনা পাস করা।

কমপক্ষে প্রতি তিন মাসে কর্তৃপক্ষের একটি সভা অনুষ্ঠান করতে হবে এবং এক-তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকলে কোরাম হবে।

কর্তৃপক্ষের প্রধান এলাকায় সিটি করপোরেশন এলাকায় হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চুক্তির অনুমোদন
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে স্বাক্ষরের জন্য একটি চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশের ডিপ্ল্যোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা দক্ষিণ আফ্রিকাতে ভিসা ওয়েবার পাবেন এবং দক্ষিণ আফ্রিকার ডিপ্ল্যোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বাংলাদেশে ভিসা ওয়েবার পাবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমআইএইচ/এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।