সোমবার (২৮ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান প্রমুখ।
লিখিত বক্তব্যে এসপি মহিবুল জানান, গত ২৯ সেপ্টেম্বর কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে এক বাসের ভেতরে শিপন নামে বাসের এক হেলপার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন বাসের অপর হেলপার সোহেল, শহিদুল ও মোস্তফাকে আটক করে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) মূল আসামী কুড়িগ্রাম শহরের কাশিয়াবাড়ীর হাল মাঝি পাড়ার গোলজার হোসেনের ছেলে সোহেল ইসলাম (১৯) কুড়িগ্রাম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে অ্যানড্রয়েড মোবাইল চুরির জন্য হত্যার ঘটনা ঘটিয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে আসামি সোহেলে বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এফইএস/এবি/আরআইএস/