সোমবার (২৮ অক্টোবর) দুপুরে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার এ ঘটনা ঘটে। রুবেল কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার দুলাল হোসেনের ছেলে।
রুবেলের বাবা দুলাল বলেন, পারিবারিক কলহের জেরে তার ছেলে আত্মহত্যা করেনি। রুবেলকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এদিকে, রুবেলের সহকর্মী রাজীব জানান, দুপুরে তারা নিজ নিজ বাসায় খেতে যান। ঘটনার সময় বেশিরভাগ কর্মীই খেতে কারখানার বাইরে গিয়েছিলেন। মাহবুব ও সবুজ নামে দু’জন কারখানার অন্য একটি রুমে কাজ করছিলেন। শব্দ শুনে তারা পাশের রুমে গিয়ে রুবেলকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
প্রাথমিকভাবে এ ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এজেডএস/কেএসডি/আরআইএস/