সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম (৪৫), তার নাতি মিথিলা (৯) ও প্রতিবেশীর মেয়ে শিউলী (১১)।
শামীম শেখ নামে নিহতদের এক প্রতিবেশী বাংলানিউজকে জানান, বিকেলে নানি-নাতিসহ ওই তিন জন বাড়ির পাশে পুকুরে গোসল করছিলেন। এসময় পুকুরের পাড়ে এক ব্যক্তি একটি গাছ কাটছিলেন। কাটা গাছটি বৈদ্যুতিক তারের ওপর পড়লে তারটি ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই তিন জনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরএ