সোমবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট আয়োজিত ‘এসডিজি অর্জনে চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, জলবায়ু নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।
অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, দারিদ্র্যমুক্ত বিশ্ব তৈরির ভিশন ছিল বঙ্গবন্ধুর। তিনিই প্রথম মানুষের মৌলিক চাহিদা পূরণের উদ্যোগ নেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছেন। তিনি দুর্নীতি দমন কমিশনকেও স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছেন।
সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার জনগণ আজীবন মনে রাখবে তিন কারণে। প্রথম কারণ হলো তিনি ১৯৯৬ সালে ক্ষমতায় এসেই বিটিভির সঙ্গে অন্য চ্যানেল খোলার পরিকল্পনা করেন, যেন সব (নেতিবাচক-ইতিবাচক) খবর প্রচার হয়। দ্বিতীয়টি হলো তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে মানুষের তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠা। আর শেষ কারণ ডিজিটাল আইন। এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ অন্যকে নিয়ে নেতিবাচক মন্তব্য বা গুজব ছড়াতে পারবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোস্টের সম্পাদক শরীফ শাহাবুদ্দিন।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
ইএআর/কেএসডি/এইচএ/