ঢাকা: ৬ষ্ঠ ইস্তাম্বুল মেডিয়েশন ও ৩য় ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের মেডিয়েশন সম্মেলনে যোগদানের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ মঙ্গলবার (২৯ অক্টোবর) তুরস্ক যাচ্ছেন।
তুরস্কের ইস্তাম্বুলে আগামী ৩১ অক্টোবর ৬ষ্ঠ ইস্তাম্বুল মেডিয়েশন এবং ১ নভেম্বর ৩য় ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের আন্তর্জাতিক মেডিয়েশন হোটেল কনরাডে সম্মেলন অনুষ্ঠিত হবে।
মেডিয়েশন কনফারেন্স ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
সম্মেলন শেষে আগামী ৩ নভেম্বর মনজিল মোরসেদ দেশে ফিরবেন।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
ইএস/আরবি/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।