সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ সংরক্ষণ করার দায়ে ওই চিকিৎসককে ৫ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ডা. আশিকুর রহমানের ফ্রিজ থেকে ৪০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। আইন অমান্য করে ইলিশ রাখার দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ইলিশগুলো মানিকগঞ্জ জেলা কারাগারের বন্দিদের জন্য পাঠানো হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরএ