সম্প্রতি আজারবাইজান সফর শেষে মঙ্গলবার (২৯ অক্টোবর) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশটির রাজধানী বাকুতে অনুষ্ঠিত হওয়া জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সম্প্রীতিময় বিশ্ব নির্মাণে একবিংশ শতাব্দীর মূল্যবোধের আলোকে সবাই একযোগে কারার ওপর গুরুত্বারোপ করেছি। পাশাপাশি বিভিন্ন দেশে চলমান সংঘাত নিরসন, এসডিজি বাস্তবায়ন, পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ, ফিলিস্তিনি জনগণের মুক্তির বিষয়সমূহ তুলে ধরি।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমইউএম/এমএ