মুক্তিযোদ্ধা আক্কাসকের খোঁজ-খবর নিচ্ছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ছবি: বাংলানিউজ
বরিশাল: মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রলীগ ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং গণসঙ্গীত শিল্পী আক্কাস হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
রোববার (৩ নভেম্বর) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আক্কাসকে দেখতে যান মেয়র সাদিক। এ সময় তিনি আক্কাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং হাসপাতালে উপস্থিত তার ছেলেদের সঙ্গে কথা বলে পরিবারের সার্বিক খোঁজ নেন।
পরে হাসপাতালের পরিচালকসহ অন্যান্য চিকিৎসকদের আক্কাসের সুচিকিৎসার্থে যা যা করণীয় তা ব্যবস্থা করার নির্দেশ দেন মেয়র।
প্রয়োজনে আক্কাসকে ঢাকায় পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বিসিসি মেয়র সাদিক। এক্ষেত্রে তার সবধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।