ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারের আমিনবাজারে ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
সাভারের আমিনবাজারে ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা আটক মোটরসাইকেলসহ আটক দু’মাদকবিক্রেতা।

ঢাকা: সাভারের আমিনবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

আটক দু’জন হলেন- আবু জাফর ওরফে ডাকাত বিপ্লব (৩০) ও মো. হাসান (৩০)।

রোববার (৩ নভেম্বর) বিকেলে র‌্যাব-৪ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০২ নভেম্বর) দিনগত রাত ১টায় র‌্যাব-৪ এর একটি দল আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৬শ পিস ইয়াবাসহ দু’মাদকবিক্রেতাকে আটক করে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ওই দু’জন পরস্পরে যোগসাজসে বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ সাভারের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন। আবু জাফর ওরফে ডাকাত বিপ্লব একজন কুখ্যাত সন্ত্রাসী। তিনি সাভার, আশুলিয়া, ধামরাই এলাকায় পেশাদার ডাকাত হিসেবে পরিচিত। বর্তমানে ডাকাতির পাশাপাশি মাদকদ্রব্য বিক্রিতে জড়িয়ে পড়েছিলেন। তার নামে সাভার, আশুলিয়া, ধামরাই, মিরপুর মডেল থানায় একাধিক ডাকাতি, খুন, চাঁদাবাজি ও মাদকের মামলা রয়েছে।  

আটকদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।