রোববার (৩ নভেম্বর) দুপুরে একই এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, পারিবারিক কলহের জেরে কিছুদিন আগেও স্বামীর বাড়ি ছেড়ে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের কাউয়াখাল গ্রামে তার বাবা আব্দুল করিমের বাড়িতেই ছিলেন গৃহবধূ কল্পনা।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মদ বাংলানিউজকে জানান, গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত কল্পনার শ্বশুর, শাশুড়ি ও স্বামী মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
আরএ