রোববার (০৩ নভেম্বর) দায়ের করা এ মামলায় নিহত গৃহকর্ত্রী আফরোজা বেগমের মেয়ের জামাইয়ের বডিগার্ড বাচ্চুকে প্রধান আসামি করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, অজ্ঞাত পরিচয় এক নারীসহ পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হচ্ছেন- আফরোজার মেয়ে দিলরুবার স্বামী কাজী মনির উদ্দিনের বডিগার্ড আতিকুল হক বাচ্চু, বাড়ির সিকিউরিটি গার্ড নুরুজ্জামান, কেয়ারটেকার বেলাল, প্রিন্স এবং অজ্ঞাত পরিচয় একজন নারী (২৭)। অজ্ঞাত পরিচয় ওই নারী ছাড়া বাকি চারজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
শুক্রবার (০১ নভেম্বর) রাতে ধানমন্ডির একটি বাসা থেকে গৃহকর্ত্রী আফরোজা বেগম ও গৃহকর্মী দিতির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
পিএম/জেডএস