ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান, ৩ দালালের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান, ৩ দালালের জেল কারাদণ্ড। ছবি: প্রতীকী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে তিন দালালকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়।  

সোমবার (৪ নভেম্বর) দুপুরে দুদুকের কুষ্টিয়া সার্কেলের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা শহরের সাব্দার হোসেনের ছেলে আশারফুজ্জামান বকুল (৪৯), মৃত ইসলাম নেওয়াজের ছেলে উজ্জ্বল হোসেন (৩৩) ও আশরাফুল হকের ছেলে ইমরান হক (২৯)।

দুদকের কুষ্টিয়া সার্কেলের উপ-পরিচালক মো. জাকারিয়া জানান, প্রায় সময়ই চুয়াডাঙ্গার বিআরটিএ অফিসের দুর্নীতি নিয়ে দুদকের কাছে অভিযোগ আসত। সেই অভিযোগের ওপর ভিত্তি করে দুদক বিআরটিএ অফিসে অভিযান চালায়। এসময় সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন দালালকে হাতেনাতে আটক করে দুদক দল।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক হওয়া সবাইকে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারী বাংলানিউজকে জানান, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের এ দণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।