সোমবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিলেটের ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফাহিম স্থানীয় আটগাঁও গ্রামের মৃত গেদন মিয়ার ছেলে।
শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত ফাহিমের ভাই জেএসসি পরীক্ষা দিচ্ছিল তাজপুর ডিগ্রি কলেজকেন্দ্রে। কেন্দ্র থেকে ছোট ভাইকে বাইসাইকেলে করে আনতে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে বাইসাইলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফাহিমের। দুর্ঘটনার পর বাসের চালক, হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এনইউ/আরবি/