ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ডলার-রুপিসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
বেনাপোলে ডলার-রুপিসহ আটক ১

বেনাপোল (যশোর): যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে ২০ হাজার ইউএস ডলার ও দুই হাজার ভারতীয় রুপিসহ নারায়ণ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে তাকে আটক করে হয়। নারায়ণ মুন্সিগঞ্জের সিরাজদী থানার বরুইহাজী গ্রামের বিজয়ের ছেলে।

বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব বাংলানিউজকে জানান, গোপন সংবাদে ওই চেকপোস্ট এলাকায় একটি বাসে তল্লাশি করে ২০ হাজার ইউএস ডলার ও দুই হাজার ভারতীয় রুপিসহ নারায়ণকে আটক করা হয়। তার নামে মুদ্রাপাচার আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।