ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যেকোনো মূল্যে ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
যেকোনো মূল্যে ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করা হবে

ঢাকা: যেকোনো মূল্যে ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতি প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির আহ্বায়ক কামাল লোহানী। 

সোমবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবিধান দিবস উপলক্ষে ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।  

কামাল লোহানী বলেন, বঙ্গবন্ধুর নিষ্ঠুরতম হত্যাযজ্ঞের পর জিয়াউর রহমান এবং এরশাদ যে ধারায় সংবিধান সংশোধনী করেছিলেন, সেই একই ধারায় বর্তমান সরকার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ৭২-এর সংবিধান পরিপন্থী কাজ করছে।

তিনি আরও বলেন, যে সরকার যুদ্ধাপরাধের বিচারের মতো সাহসী দায়িত্ব পালনে পিছ পা হয় না, সে সরকার কেন মুক্তিযুদ্ধের মহান অর্জন রাষ্ট্রীয় চার মূলনীতির ৭২-এর সংবিধানে ফিরে যেতে পারলো না। তা জাতির কাছে এক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

এই মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেশবাসীকে ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ৭২-এর সংবিধান সামগ্রিকভাব পুনঃপ্রতিষ্ঠাসহ বেশকিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলার মধ্যে অন্যতম হলো, রাষ্ট্রীয়ভাবে ৪ নভেম্বরকে ‘সংবিধান দিবস’ ঘোষণা এবং যথাযথ মর্যাদায় দিবসটি পালন, রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রীয় চার মূলনীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, সংবিধানের ৩৮ অনুচ্ছেদের পরিপন্থী ধর্মভিত্তিক সংগঠন ও রাজনৈতিক দল নিষিদ্ধ করা, আদিবাসী জনগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা।

এসময় উপস্থিত ছিলেন- ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা কমিটির সদস্য মানবেন্দ্র দেব, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল, সাধারণ সম্পাদক অনেক রায় প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব অধ্যাপক বদিউর রহমান।

সংবাদ সম্মেলনে ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির আহ্বায়ক কামাল লোহানী সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।