ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেনসিডিল-গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
বগুড়ায় ফেনসিডিল-গাঁজাসহ আটক ৩ ফেনসিডিলসহ আটক তিন মাদককারবারি, ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় মাদকরিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ২টায় বগুড়া গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

আটক তিন মাদককারবারি হলেন- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার নবীনগর কাঁঠালতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ট্রাকচালক তাহেরুল ইসলাম রশিদ (২২),  আছিমুদ্দিনের ছেলে হেলপার সুরুজ্জামান (২৩) এবং হাতিয়া উপজেলার সিংড়িমারী এলাকার মৃত ইসহাক আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫)।

 

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বগুড়া সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের দ্বিতীয় বাইপাসের সাবগ্রাম এলাকায় পাথরভর্তি একটি ট্রাকে অভিযান চালিয়ে তিন মাদককারবাররিকে আটক করা হয়। এ সময় ওই  ট্রাক থেকে ৫১০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকরা উত্তরবঙ্গ থেকে ওই ট্রাকে করে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলেন।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আছলাম আলী

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।