সোমবার (০৪ নভেম্বর) দুপুরে বগুড়া সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির ব্যানারে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় এ মানববন্ধন হয়।
ঠিকাদাররা বলেন, ২০১২ সালে ই-টেন্ডার চালুর পর সিপিটিইউয়ের কিছু সংখ্যক কর্মকর্তা ও প্রকৌশলী সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা (পিপিআর) এমনভাবে সংশোধন করেছেন যাতে সওজের সব কাজ গুটি কয়েক বড় ঠিকাদারের হাতে চলে গেছে।
‘এতে উন্নয়ন প্রকল্পগুলোর গুণগত মান নষ্ট হচ্ছে। ফলে সওজ এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। তাছাড়া গুটি কয়েক ঠিকাদারি প্রতিষ্ঠানকে এভাবে সব কাজ দিয়ে দেওয়ায় বগুড়াসহ সারাদেশে সওজের প্রায় সাত হাজার ঠিকাদার কর্মহীন হয়ে পড়েছেন। তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ’
বেকার হয়ে পড়া ঠিকাদারদের আবার তাদের পেশায় ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।
মানবন্ধন শেষে ঠিকাদারদের পক্ষ থেকে একটি স্মারকলিপি ডাকযোগে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। এতে এলটিএম চালুসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক মো. আছালত জামান, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী সেতার, আব্দুর রহমান বাদল, অ্যাডভোকেট ইমদাদুল হক এমদাদ, কামরুল আলম রিপু, সাইদুর রহমান তারা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
কেইউএ/এফএম