ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

অপরাধ প্রশ্রয় দেবো না: বিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
অপরাধ প্রশ্রয় দেবো না: বিএমপি কমিশনার বরিশাল পুলিশের ওপেন ডে হাউস। ছবি: বাংলানিউজ

বরিশাল: কোনো ধরনের অপরাধের প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

তিনি বলেছেন, জনগণের ট্যাক্সের টাকাতেই আমাদের বেতন হয়, রেশন হয়। সেই জনগণের সেবাদানে কোনো গাফিলতি হচ্ছে কি-না তা আমরা দেখবো।

আর এজন্যই ‘ওপেন হাউস ডে’ পালন করা হচ্ছে। কোনো অপরাধের প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

সোমবার (০৪ নভেম্বর) দুপুরে বরিশাল মহানগরের বন্দর থানায় ‘ওপেন হাউস ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএমপির অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সহকারী কমিশনার (কমিউনিটি পুলিশিং) নাসির উদ্দিন মল্লিক, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) ফায়জুর রহমান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯

এমএস/কেএসডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।