ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘নাইমুলের মৃত্যুতে উদ্বেগ-হতাশা প্রকাশ করেছে মন্ত্রিসভা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
‘নাইমুলের মৃত্যুতে উদ্বেগ-হতাশা প্রকাশ করেছে মন্ত্রিসভা’

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে কিশোর আলোর অনুষ্ঠানে নাইমুল আবরার নামের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে মন্ত্রিসভা।

মন্ত্রী বলেন, কেবিনেটের অনির্ধারিত আলোচনায় রেসিডেনসিয়াল মডেল কলেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ছাত্র যে মৃত্যু বরণ করেছেন বিষয়টি উত্থাপিত হয়েছে। বেশ কয়েকজন বিষয়টি উত্থাপন করেছিলেন।

সবাই এ ঘটনায় উদ্বেগ-হতাশা প্রকাশ করেছে এবং শোক জানিয়েছেন।

সোমবার (০৪ নভেম্বর) সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে সম-সাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি স্কুলে কিশোরদের নিয়ে যখন এ ধরনের অনুষ্ঠান করা হয় তখন সেখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখতে হয়। কিন্তু অনুষ্ঠানে যে বিদ্যুতের তার টানা হয়েছিল সেটার নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা সেটা দেখা হচ্ছে। কারণ, প্রথমিকভাবে অনেকেই বলেছেন, অনুষ্ঠানের জন্য যে বিদ্যুতের তার টানা হয়েছিল সেটায় স্পৃষ্ট হয়ে রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরার রাহাত নিহত হয়েছে। এখানে কারও গাফলতি বা কারও দায়িত্ব পালনে গাফলতি ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।

‘আরও একটি বিষয়ে সবাই বলেছে ও হতাশা ব্যক্ত করেছে। একটা ছাত্র মারা গেছে তারপরও অনুষ্ঠানটি চালিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে ছাত্র মারা যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়নি। স্কুল কর্তৃপক্ষকে জানতে পেরেছে হাসপাতাল থেকে। হাসপাতালে যখন তার মরদেহ নিয়ে যাওয়া হয় তখন তার পকেটে স্কুলের মনোগ্রাম দেখে হাসপাতাল কর্তৃপক্ষ স্কুলে ফোন দিয়ে জানায়। তখন তারা জানতে পারে তাদের এক ছাত্রের মৃত্যু হয়েছে। ’

কেবিনেট কি এ বিষয়টি অবজারবেশনে বা তদন্তে রেখেছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটি কেবিটেনের বিষয় নয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পুলিশের পক্ষ থেকেও কোনো অপমৃত্যু হলে একটি মামলা হয়। এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কতটুকু ভূমিকা নেওয়া হয়েছিল সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। কিশোর আলো তো প্রথম আলোর অঙ্গ সংগঠন। সে অনুষ্ঠানেই এ দুর্ঘটনা ঘটেছে। যারা আয়োজন করেছিল তাদের কি গাফলতি ছিল সেটা অবশ্যই তদন্তে রেব হয়ে আসবে। ’

আরও পড়ুন>> নাইমুল আবরারের মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণের নোটিশ

শুক্রবার (০১ নভেম্বর) বিকেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হন নাইমুল আবরার। আয়োজকরা তাকে উদ্ধার করে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাইমুলকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
জিসিজি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।