বরগুনা: বরগুনার আমতলীতে ধানক্ষেত থেকে ইব্রাহিম হাওলাদার (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামের গরু ব্যবসায়ী ইব্রাহিম রোববার (৩ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে গরু কিনতে গোজখালী বাজারে যান।
পরে তিনি আর বাড়িতে ফেরেননি। সোমবার একই এলাকার ইউনুস সিকদার ধানক্ষেতে ইব্রাহিমের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের পাশ থেকে একটি চাকু ও তার ব্যবহৃত লাইট উদ্ধার জব্দ করেছে পুলিশ।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।